রামকৃষ্ণ সাহা রামা, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ৬৮১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ ১১ নভেম্বর’২৪ রোজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে উপ-সহকারি রাজিব কুমার সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক।
উক্ত অনুষ্ঠানে এস আই ফিরোজ, এনজিও প্রতিনিধি আ. রউফ, উপ-কৃষি কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধা ভোগী প্রান্তিক কৃষকগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
বিশেষভাবে উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে রবি/ ২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, শীতকালীন পেয়াজ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
Leave a Reply