ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধ্যপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
এতে তিনজন আহত হয়েছে। এ ঘটনায় একপক্ষ সোমবার (১৮ নভেম্বর) লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করে। এতে অপর পক্ষের লোকজনকে অভিযুক্ত করা হয়।
১৭ নভেম্বর মান্দারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গন্ধ্যপুর গ্রামের আফসার উদ্দিন মিঝি বাড়িতে এই ঘটনা হয়।
আহতরা হন ওই বাড়ির জাফর (৪০) ও উনার বাবা জবি উল্যা এবং প্রতিপক্ষের মনির আহমদ।
জানা গেছে, বাড়িতে চলাচলের পথ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ হচ্ছে । জবি উল্যা তার জমির সীমানায় টিন দিয়ে বেড়া দেন। পরবর্তীতে তিনি তার পরিবারের চলাচলের পথে পাকা গেট নির্মাণ করতে যান। এ সময় মনির হোসেন ও তাদের লোকজন বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হয়। পরবর্তীতে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জবি উল্যার স্ত্রী আশুরা বেগম অভিযোগ করেন, গেট নির্মাণকে কেন্দ্র করে তাদের বাড়ির আবদুস শহীদ, নিজাম, নুরু, জহির, তারেক ও মনির তার স্বামী এবং ছেলের উপর আক্রমণ করেছে। পূর্বে থেকে তাদের বিরোধ হামলাও এ নিয়ে মামলা চলমান রয়েছে।
আহত জাফর বলেন, আমাদের মালিকানাধীন জমিতে গেট নির্মাণ করতে গেলে একই বাড়ির আবদুস শহিদের ছেলে জহিরের নেতৃত্বে আমাদের উপর হামলা করে। তাদের বিরুদ্ধে পূর্বের মামলা রয়েছে, ওই মামলা প্রত্যাহার না করায় তুচ্ছ অজুহাতে আমাদের উপর আক্রমণ করেছে। ন্যায় বিচারের জন্য আদালতের কাছে গিয়েছেন তারা।
অন্য পক্ষের আহত মনির হোসেন বলেন, আমাদের বাড়ি পথে জবি উল্যা বেড়া দিয়ে রেখেছে। পথ দিয়ে কোন রিকশা বা যানবাহন ঢুকে না।
চেয়ারম্যান-মেম্বারকেও বিষয়টি জানিয়েছি। এখন আবার তারা দেওয়াল ও গেট নির্মাণ করতে যায়। এটি সবার জায়গা। আমি বলেছি- পরিমাপ করে সীমানা দেয়াল এবং গেট নির্মাণ করার জন্য।
Leave a Reply