নাসের আবু খালেদ, কুয়েত প্রতিনিধিঃ
কুয়েতে ১৩ তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ৭৪টি দেশের মধ্যে প্রতিযোগিরা আসেন, বাংলাদেশ থেকে ১৪ নভেম্বর উক্ত কোরআন প্রতিযোগিতায় তিন জন বাংলাদেশি হাফেজ প্রতিযোগী ছিলেন একজন টিকে থাকার লড়াই আগেই বাহির হয়ে গিয়েছে। আর বাকি দুজন হাফেজ তাদের সুমধুর তেলওয়াত উপহার দিয়ে ১ম হয়েছেন বাংলাদেশী হাফেজ আনাস মাহফুজ (ছোট হাফেজ গ্রুপ) ক্বারী আবু-যর গিফারী ৩য় স্থান অর্জন করেন অভিনন্দিত হয় আবার বাংলাদেশের নাম বিশ্বের কাছে উঁচু করেন।
কুয়েত অবস্থিত বাংলাদেশের প্রবাসীদের অনেক আনন্দের দিন আজ, হাফেজদের এমন অর্জন কুয়েত প্রবাসীদের মান উঁচু করে তাই সকল প্রবাসীদের প্রশংসায় ভাসছেন হাফেজরা।
Leave a Reply