মো. জাকির হোসেন,বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুর বাঁশতৈল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বংখুরী গ্রামের বংখুরী বাজারের পার্শ্ববর্তী বংখুরী এবং খাটিয়ারঘাট রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার ও নামমাত্র বালি ব্যবহার করার অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি রহিম মেম্বারের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংখুরী ও খাটিয়ারঘাট রাস্তাটি ৩৪৪ ফুট হবার কথা থাকলেও ২৯৩ ফুট রাস্তা নির্মাণের পর কাজ শেষ করা হয়েছে। এমনকি রাস্তাটি নির্মাণে নিম্নমানের ইট বিছানো ও কোনরকম নামমাত্র বালি ব্যবহার করার ফলে গাড়ি যাবার সাথে সাথে ইট ভেঙ্গে যায়।
নতুন রাস্তাটি ১ সপ্তাহের মধ্যেই বেহাল অবস্থা।
আরও বলেন, দীর্ঘ বছর পর রাস্তাটির কাজ হয়েছে তবুও এত নিম্নমানের, এতে চলার উপযোগী নয়।
বর্ষাকালে আমাদের এলাকার মানুষের যাতায়াত খুবই সমস্যা হয়। প্রতিদিন এই রাস্তাটিতে ৪-৫ টি ইউনিয়নের মানুষের চলাচল।
জনগনের স্বার্থে রাস্তাটি মজবুত করে নির্মাণ করলে আমরা এলাকাবাসী উপকৃত হবো।
এবিষয়ে বাঁশতৈল ইউপি সদস্য রহিম মেম্বারের সাথে এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তাটি ৩৪০ ফুটের মধ্যে ২৯৩ ফুট করা হয়েছে। বাকিটুকু এক সপ্তাহের মধ্যে করে দেয়া হবে।
Leave a Reply