ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধি:
আবাসিক হল খোলাকে কেন্দ্র করে ছাত্রদলের নেতা-কর্মীদের হামলার প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। দিনভর আন্দোলন করে যাচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র ছাত্রীরা । এই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে পলিটেকনিকের সকল ছাত্র-ছাত্রীরা মানববন্ধনের কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। যথারীতি ভাবে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মানববন্ধনের আয়োজন করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে কয়েকটি স্লোগান কে সামনে রেখে মানববন্ধন করা হয়।
স্লোগান ছিল
.সাঈদ, ওসমান, মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ
– পলিটেকনিকে খবর দে, টোকাইদের কবর দে
– আমার সোনার বাংলায় বৈষ্ময়ের ঠাই নাই
– আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না
– ফ্যাসিবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক
– আমার ভাইয়েদের ,নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই
– হামলাকারীদের , বিচার চাই, বিচার চাই
– শিক্ষকের গায়ে হাত, মানি না, মানবোনা
– বহিরাগত কেন ক্যাম্পাসে? জবাব চাই, জবাব চাই
– রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়
-টোকাইদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও
-টোকাইদের আস্তানা, পলিটেকনিকে হবেনা
-দালালি না রাজপথ, রাজপথ রাজপথ
-আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম
-টু জিরো টু ফোর, পলিটিক্স নো মোর। একটি রেলি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
Leave a Reply