সোহাগ কাজী, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুকে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় এলাকাবাসীর ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূসহ আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।
রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই এলাকার কুট্টি শিকদারের ছেলে সেলিম শিকদার (২৬) ও হাতেম মালের ছেলে আব্দুল মাল (৬০)।
স্থানীয়রা জানায়, আড়িয়াল খাঁ নদের সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তলোন করে আসছে একটি অসাধু চক্র। রোববার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করে তারা। নদের পাড়ের লোকজন বাধা দিলে তাদের ওপর অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে তারা। এতে হাতবোমার আঘাতে এক গৃহবধূসহ আহত হয় কমপক্ষে তিনজন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। তাদের মধ্যে গৃহবধূ চম্পা বেগমের অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ককটেলের আঘাতে আহতের খবরে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, আড়িয়াল খাঁ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। দিনে ও রাতে আলাদা অভিযান চালাচ্ছে প্রশাসন। এরইমধ্যে বেশ কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া বেশকিছু ড্রেজার মেশিনও জব্দ ক
Leave a Reply