মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুরে খননযন্ত্র দিয়ে নদী থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে মনির হোসেন মানিক নামে এক মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাতে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের গাড়াইল এলাকা থেকে মাটি কাটার অভিযোগে মাটি বোঝাই ড্রাম ট্রাক জব্দ করা হয়। মনির হোসেন মানিক উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা।
তথ্য মতে জানা যায়, মাটি ব্যবসায়ী মনির হোসেন মানিক গাড়াইল এলাকায় রাতের আধারে বংশাই নদীর কিনারা থেকে খনন যন্ত্র দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ঘটনাস্থলে যায়। এবং অভিযান পরিচালনা করে তার কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেন।
এব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনির হোসেন মানিক নামের এক মাটি ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা ও চারটি ট্রাক আটক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
Leave a Reply