মো. জাকির হোসেন, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল:
টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে জুলাই- আগষ্টে শহীদদের স্বরণে স্বরণ সভার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ০২ টার সময় অত্র কলেজের অডিটোরিয়াম রুমে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা এবং গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের (উপাধ্যক্ষ) তাহমিনা জাহান শিলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর ১৩৬ টাঙ্গাইল ৭, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক সফল এমপি কারা-নির্যাতিত জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, শিক্ষক আব্দুল মালেক। এর আগে আন্দোলনে আহতদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম মহসীন হোসেন, মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. সানোয়ার হোসেন, মির্জাপুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমন সিদ্দিকী, আহত সুজনসহ আরও অনেকেই।
এছাড়াও উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের সকল সূর্য সৈনিক।
আরও উপস্থিত ছিলেন, অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। এবং কলেজের রোভার স্কাউটস এর সকল সদস্যরাও অংশ নেয়।
Leave a Reply