মো. রনি ধ,নবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি:
২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তার খালাসের খবরে টাঙ্গাইলের ধনবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে
উপজেলা বিএনপির নেতাকর্মীরা। রোববার (১ ডিসেম্বর) বিকাল ৫ টায় চালাষ চৌরাস্তায় এ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক অফিস থেকে আনন্দ মিছিল বের হয়ে ধনবড়ী বাসস্ট্যান্ড দিয়ে উপজেলা পরিষদ চত্বর দিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি ও ছাত্রদল যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক অফিস থেকে এই মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন । এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সৌজন্যে এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, খলিলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজু, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জু , বিএনপির নেতা পিন্টু সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন। গ্রেফতারের পর থেকেই সে কারাগারে আটক ছিলেন। তিনি বিএনপি’র প্রচার সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই।
Leave a Reply