সোহাগ কাজী, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া এলাকায় রুবেল নামে এক মানবপাচারকারী,(দালালের) বাড়ি ঘেরাও করে রেখেছেন লিবিয়ায় বন্দী একাধিক যুবকদের পরিবারের লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর সদর উপজেলার বালিয়া এলাকার দেলোয়ার সরদার লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন, এরপর লিবিয়ায় নিয়ে আটকে রেখে অমানবিক নির্যাতন ও টাকা দাবি করেন।প্রথম পর্যায়ে লিবিয়া দিয়ে ইতালি যাওয়ার জন্য ১৫ লাখ টাকার চুক্তি হয় দালালের সাথে এরপর লিবিয়ায় পৌছানের পরে একটি কক্ষে আটকে শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করা হয়।এরপর তা পরিবারের কাছে পাঠানো হলে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় আরো ২০ থেকে ২৫ লাখ টাকা,এবং সেই টাকা সংগ্রহ করে দালাল শিরিয়া বেগম এবং তার ছেলে কামাল, পরিবারের সদস্যরা নিরুপায় হয়ে আপনজনকে বাঁচাতে ভিটে বাড়ি সর্বস্ব বিক্রি করে ছাড়িয়ে আনে পরিবার। খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২ শত লোক মাফিয়া দেলোয়ার সরদার ফাঁদে পরে ভিটা মাটি সর্বস্ব বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে। ইতিমধ্যে মাফিয়া দেলোয়ার সরদার এর বিরুদ্ধে রয়েছে একাধিক মানব পাচার মামলা। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, মাফিয়া দেলোয়ার সরদার এর দালাল রুবেল একই এলাকার বাসিন্দা মামলার ভয়ে গা ঢাকা দিয়েছেন দেলোয়ার ও তার দালালরা। ০৬ ডিসেম্বর শুক্রবার সকালে দালাল রুবেলের বউ বাড়িতে আসলে টের পায় ভুক্তভোগীরা তার বাড়ি ঘেরাও করে ভুক্তভোগী ও তার পরিবারগন।
Leave a Reply