মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
সমগ্র পৃথিবীর নিপীড়িত মানুষের কণ্ঠস্বর এবং ভারতীয় উপমহাদেশের কৃষক আন্দোলনের আপসহীন নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন ও কর্ম নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এই অনুষ্ঠানটি আয়োজন করে মাওলানা ভাসানী বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি। সভাটি অনুষ্ঠিত হয় ভাসানীর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বীরনগরে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বাস্তবায়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মনোয়ার চৌধুরী মেরিল। সভায় সহযোগিতা করে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন। দেশ-বিদেশ থেকে আগত মাওলানা ভাসানীর অনুসারী এবং ভক্তরা এতে উপস্থিত ছিলেন এবং তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইকোনমিক সোসাল কমিটির সদস্য মেরিডিয়ান রোমানিয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ পরিষদের নেতা রাজেকুজ্জামান রতন, মাওলানা ভাসানী পরিষদের সাবেক ছাত্রনেতা আখতার কামাল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জয়পুরহাট জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক শিক্ষক আবু সাঈদ এবং উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু ছায়েম সরদার।
সভায় মাওলানা ভাসানীর সমাজদর্শন এবং তাঁর মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মাওলানা ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন কৃষক, শ্রমিক এবং নিপীড়িত মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রামী এক আপসহীন পথপ্রদর্শক।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বরেণ্য শিল্পীরা সংগীত, নৃত্য এবং আবৃত্তি পরিবেশন করেন, যা অনুষ্ঠানের আড়ম্বর আরও বাড়িয়ে তোলে।
এই আলোচনা সভা মাওলানা ভাসানীর মানবতাবাদী আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।
Leave a Reply