জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে নিকাহ রেজিস্ট্রার সাইফুল ইসলাম ও তার ভাই সাইদুল ইসলামের বিরুদ্ধে বিয়ের কাবিননামার ভুয়া নকল সরবরাহের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পিংকি আক্তার ও তার পরিবার।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিংকি আক্তার। এ সময় বিয়ের সাক্ষী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে পিংকি আক্তার জানান, ২০২৩ সালের ৬ ডিসেম্বর জয়পুরহাটের কোমরগ্রাম পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক ৩০ হাজার টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের নিকাহনামা রেজিস্ট্রি করেন কাজী সাইফুল ইসলাম এবং এতে সহায়তা করেন তার ভাই সাইদুল ইসলাম।
বিয়ের দুই মাস পর মাসুদ রানা মারা গেলে তার পরিবার পিংকিকে স্ত্রী হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানায়। পরে স্বীকৃতির দাবিতে পিংকি আদালতে মামলা করলে আদালত নিকাহনামা জমা দেওয়ার নির্দেশ দেন। এ সময় পিংকি সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি নকল কাবিননামা সরবরাহ করেন।
পিংকি অভিযোগ করেন, আদালতে নকল কাবিননামা জমা দেওয়ার পর সাইফুল ইসলাম জানান, তিনি আসল কাবিননামা প্রদান করেননি। এ ঘটনায় পিংকি স্ত্রীর স্বীকৃতি ও নকল কাবিননামার প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
এ বিষয়ে নিকাহ রেজিস্ট্রার সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি পিংকি আক্তারকে কোনো কাবিননামার নকল সরবরাহ করেননি।
ভুক্তভোগী পিংকি আক্তার ও তার পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply