মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
”দূর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে সোমবার সকাল ১০’টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান, মহিলাবিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আবু বকর সিদ্দিক, বাগজানা ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মিলটন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন সাংবাদিক আব্দুল হাই মাষ্টার সহ অনেকেই।
Leave a Reply