মোঃমোরছালিন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুঁইডোবা সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তি নাটোর সদর উপজেলার সংখর ভাগ গ্রামের মৃত নরেশ পাহানের ছেলে শ্রী আশিক পাহান (২১)।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কয়া বিওপির টহল দল সীমান্ত পিলার ২৮২/৫৬ এস-এর কাছে ভুঁইডোবা নামক স্থানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আশিক পাহানকে আটক করে। আটককৃত ব্যক্তিকে সীমান্ত পিলার থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যায়।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল অব্যাহত থাকবে।
Leave a Reply