রেজওয়ান বাদশা,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের নবাবগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পে জায়গা হয়নি গৃহহীন ও ভূমিহীনদের।কোটি টাকা ব্যয়ে প্রকল্প গুলো হাতে নিলেও জায়গা হয়নি গৃহহীন ও ভূমিহীনদের, ভূমিহীন পরিচয়ে প্রভাব খাটিয়ে সচ্ছল ব্যাক্তিরা নিয়েছেন একের অধিক ঘর।সচ্ছল ব্যাক্তিরা বড় কোন অনুদানের আশায় গৃহহীন ও ভূমিহীনদের জায়গা না দিয়ে তারা ঘরগুলো দখল করে রাখেন,স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ত্যাগ পর দখল কৃত ঘর গুলো অল্প মুল্য চলছে ক্রয় বিক্রয়।
স্থানীয়রা জানান,এসব ঘর গুলোতে সচ্ছল লোকেরা বসবাস করেন। জায়গা হয়নি অসচ্ছল লোকজনের।বসবাসরত সকলে পরিচয় দেন ভূমিহীন বলে।
Leave a Reply