মোঃমোরছালিন, জয়পুহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সুগার মিলে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মহোদয়ের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জয়পুরহাট জেলা আমির ডা. ফজলুর রহমান সাঈদ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ হাসিবুল আলম লিটন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি ও জয়পুরহাট জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, শহর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহিম, শহর সেক্রেটারি মিজানুর রহমান এবং সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গোলাম সাখাওয়াত হোসেন, রব্বানী, শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, শেখ ওয়াজেদ আলী, হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ জয়পুরহাট সুগার মিলের বর্তমান কার্যক্রম এবং চিনি শিল্পের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। মিলের উৎপাদন, কর্মপরিবেশ এবং কর্মীদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিনিধিরা মিলের কার্যক্রম আরও গতিশীল ও সফল করার জন্য সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে সবাই দেশের চিনি শিল্পের উন্নয়ন এবং জয়পুরহাট সুগার মিলের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
Leave a Reply