মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন হয়েছে, যা দেখতে শত শত মানুষ ভিড় জমায়। রোববার (১৫ ডিসেম্বর) জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামে জাকারিয়া নামের এক যুবক তার মায়ের ইচ্ছা পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করেছেন।
জাকারিয়া পাঁচবিবি উপজেলার তেলিহার গ্রামের বাসিন্দা নেজামুদ্দিনের ছেলে। জানা যায়, জাকারিয়ার বাবা নেজামুদ্দিনের প্রথম স্ত্রী জীবদ্দশায় অসিয়ত করেছিলেন, যদি তাদের পরিবারে কোনো ছেলে সন্তান জন্মায়, তবে তার বিয়ে যেন হাতির পিঠে চড়ে সম্পন্ন হয়। বড় মায়ের সেই ইচ্ছা পূরণ করতেই জাকারিয়া হাতি ভাড়া করে তার বিয়ের আয়োজন করেন।
হাতি ভাড়া করা ছিল বেশ চ্যালেঞ্জের কাজ। জাকারিয়া জানান, অনেক খোঁজাখুঁজির পর তিনি একদিনের জন্য ২০ হাজার টাকায় একটি হাতি ভাড়া করতে সক্ষম হন। তারপর সেই হাতির পিঠে চড়ে কনের বাড়িতে যান। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে গ্রামের দুই পাশে সাধারণ মানুষ ভিড় জমায় এবং আনন্দ উপভোগ করেন।
জাকারিয়ার চাচাতো ভাই বুলু মিয়া জানান, তাদের পরিবারে ছেলে সন্তান না হওয়ায় তার বাবার প্রথম স্ত্রী এ ধরনের একটি ইচ্ছার কথা জানিয়েছিলেন। সেই ইচ্ছা বাস্তবায়নে পুরো পরিবার আনন্দিত। এলাকাবাসীও এমন একটি ঐতিহ্যবাহী আয়োজনে অংশগ্রহণ করে দারুণভাবে উপভোগ করেছে।
এ আয়োজন শুধু একটি বিয়েই নয়, বরং ঐতিহ্য ও পারিবারিক ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।
Leave a Reply