মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
অদ্য ১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি., মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
জয়পুরহাট জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয় নিজ হাতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন এবং তাদের সম্মানে উপহার সামগ্রী তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনাদের আত্মত্যাগ আমাদের জাতির গৌরব। আমরা আপনাদের ত্যাগ ও অবদানের কথা কখনো ভুলব না।
অনুষ্ঠানে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন।
জয়পুরহাট জেলা পুলিশের এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চর্চা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।
Leave a Reply