মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায়। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ রায় দেন আদালত।
২০১৪ সালের ২২ ডিসেম্বর জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।
অভিযোগ করা হয়, ২০১৪ সালের ডিসেম্বরে লন্ডনে বিএনপি আয়োজিত একটি আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ ও ‘পাকবন্ধু’ বলে মন্তব্য করেন তারেক রহমান। এ বক্তব্য ১৭ ডিসেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়, যা বাদীর সম্মানহানি ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়।বাদী মামলায় উল্লেখ করেন, তিনি বাংলাদেশের নাগরিক হওয়ায় এ ধরনের বক্তব্য দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করেছেন। ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি দায়ের করেন।
২০১৫ সালের ২৮ মে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জয়পুরহাট সদর থানায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাটি রেকর্ড করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা তৎকালীন এসআই মোখলেছুর রহমান ২০১৬ সালের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ শুনানি শেষে বুধবার জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহ মামলায় অব্যাহতি দেন।মামলার সরকারি পক্ষের আইনজীবী শাহনুর রহমান শাহিন পিপি এবং এটিএম মুজাহিদুল আলম মুনা এডিপিপি মামলা পরিচালনা করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জনি রায়ের পর সন্তোষ প্রকাশ করেন।রায় ঘোষণার পর বাদীপক্ষ হতাশা প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এ রায়কে ন্যায়বিচারের জয় হিসেবে উল্লেখ করেন।
Leave a Reply