মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ
সাধারণত পিঠা শীতকালের রসনাজাতীয় খাবার হিসেবে অত্যন্ত পরিচিত। মুখরোচক খাদ্য হিসেবে বাঙালী সমাজে বিশেষ আদরণীয়। এছাড়াও, আত্মীয়-স্বজন ও মানুষে-মানুষের পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় ও মজবুত করে তুলতে পিঠা-পুলি আয়োজনের উৎসব সবিশেষ ভূমিকা পালন করে তারই ধারাবাহিকতায় পিঠা উৎসবের আয়োজন করে লংগদু সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড়।
শুক্রবার বিকাল ৪ ঘটিকা হতে রাত ১০ ঘটিকা অন্ত রাঙামাটি লংগদু উপজেলাধীন মাইনীমুখ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ছায়ানীড় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পীঠা উৎসবের আয়োজন করা হয়।
এ সময় ছায়ানীড় সামাজিক স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমির নাছির উদ্দিন, লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাইনীমুখ ইউপি: চেয়ারম্যান কমল হোসেন, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ, উপজেলা যুবদলের আহ্বায়ক জানে আলম, সহ উপস্থিত আরোও অন্যান্য অতিথিবৃন্দরাও।
ছায়ানীড়ের প্রতিষ্ঠা সভাপতি হারুনুর রশীদ বলেন, সমাজ ও মানব কল্যাণের ব্রত নিয়ে আমাদের পথচলা। আমাদের এই প্রতিষ্ঠানটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সমাজ উন্নয়ন কাজ করবে । শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা এর মূল লক্ষ্য। জাগ্রত তরুণ সংঘ বিভিন্ন দুর্যোগময় দিন গুলোতে দুস্থ,অসহায় মানুষের পাশে দাড়ানোই হচ্ছে ছায়ানীড় স্বেচ্ছাসেবক সামাজিক সংগঠনের মূল উদ্দেশ্য।
Leave a Reply