নুর অলম (সাদ্দাম) শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
জনতার অধিকার আমাদের অঙ্গীকার, এই শ্লোগানকে সামনে রেখে এবং ডাক সুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের কমিটি প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ ২০ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে এ আলোচনা সভার আয়োজন করা হয় ৷ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, তিনি তার বক্তব্যে শ্রীবরদী উপজেলা সকল ইউনিয়নের ছাত্র অধিকার পরিষদের সকলকে সুসংগঠিত হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান ৷ উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জে.এইচ জাহীদ হাসান ৷ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক মোঃ রনি মির্জা, শ্রীবরদী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুমান এবং শেরপুর জেলা পেশাজীবী অধিকার পরিষদের সহ-সাধারণ সম্পাদক গোলাম নূর, জেলা পেশাজীবী অধিকার পরিষদের অর্থ সম্পাদক আশিক মাহমুদ ৷
উক্ত সভায় সভাপতিত্ব করেন ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ রাজু মিয়া ৷
উক্ত আলোচনা সভায় মোঃ রাজু মিয়া কে সভাপতি এবং হেফজুল বারিক (হারানো) কে সাধারণ সম্পাদক করে ৬নং শ্রীবরদী সদর ইউনিয়নের ছাত্র অধিকার পরিষদের পূর্ণাঙ্গ কমিটি আগামী ০১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয় ৷
Leave a Reply