মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক আটক করেছে র্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ী শিপন এবং তার সহযোগী নাঈমকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার মরিচা কাদা মরিচ গ্রামের আব্দুল আলীমের ছেলে নাঈম (২৬) এবং মুন্সিগঞ্জের মিরস্বর গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে শিপন (২৭)।র্যাব জানায়, শিপন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক সিন্ডিকেটের মূলহোতা। তিনি সীমান্তবর্তী কুমিল্লা এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তার সহযোগী নাঈমের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতেন। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩-এর একটি বিশেষ অভিযানিক দল বাটারমোড় এলাকায় অভিযান চালায়।অভিযানের সময় অভিনব কৌশলে মিনি ট্রাকের প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের উপর রাবার ম্যাট দিয়ে লুকানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। শিপন এবং নাঈমকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, শিপনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়রা এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে র্যাবের কার্যক্রমের প্রশংসা করেছেন।
Leave a Reply