ডেস্ক নিউজঃ
মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে। এই স্লোগান কে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ৩০ ই (মার্চ) ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো একটি অরাজনৈতিক, সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন, রক্তদানে আমাদের করিমগঞ্জ।আজ ২২ই ডিসেম্বর ২০২৪ রোজ রবিবার, ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম প্রকাশ করেন।
রক্তদানে আমাদের করিমগঞ্জ -এর প্রধান পরিচালক ফারিয়া হোসেন ও প্রধান সমন্বয়ক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগামী ১বছরের জন্য, জনাব ইঞ্জিনিয়ার মোঃ মোস্তাফিজুর রহমান কে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ এর নাম ঘোষণা করেন করেন। বাকিরা হলেন প্রভাষক মোঃ আজিজুল হাকিম, সাংবাদিক মোঃ সাদেক আহম্মদ স্বপন, ডাঃ মোঃ এস. আর. সোহাগ এবং ব্যবসায়ী মোঃ বাইজিদ হোসেন হৃদয়।
রক্তদানে আমাদের করিমগঞ্জ এর প্রতিষ্ঠিতা পরিচালক জনাব উমর ফারুক আশিক মোঠোফোনে
নিউজ বাংলা ২৪ এর প্রতিনিধিকে জানান “রক্তদানে আমাদের করিমগঞ্জ ২০২১ সাল থেকে ধারাবাহিক ভাবে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইতিমধ্যে আমাদের সংগঠন কিশোরগঞ্জ জেলাসহ আশেপাশের জেলাগুলোতে রক্তদান এবং মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।রক্তদানে আমাদের করিমগঞ্জ সংগঠনকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
যা আমাদের সংগঠনের পথচলাকে আরো গতিশীল করবে বলে আশা করছি ।”
Leave a Reply