ডেক্স রিপোর্টঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে অতর্কিত হামলা ভাংচুর- লুটপাটসহ খরের পালায় অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের বটতলী নিটালডোবা গ্রামে।
এ ঘটনায় নিটালডোবা গ্রামের খাইরুল আলমের ছেলে মানিক (৩৫), ইলিয়াস আলী (২৮) বউমা রেহানা আক্তার (২৭) বউমা মাসুদা আক্তার (২৫) ( ৪ ) জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানাগেছে, নিটালডোবা গ্রামের খাইরুল আলম ও খাইরুল আলম এর ছেলে মানিক হোসেন, ইলিয়াস আলী সঙ্গে একই গ্রামের প্রতিপক্ষ ইজাব উদ্দিন ও রফিকুল ইসলাম গংদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার সকাল ১১ ঘটিকার সময় প্রতিপক্ষের লোকজন দু’দফায় অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘরের আসবাবপত্র ভাংচুর ও ধানের পালায় অগ্নিসংযোগসহ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগীরা। এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন। এমতাবস্থায় তারা এর সুষ্ঠু বিচার দাবি করেন। বর্তমানে তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের ষ্টেশন লিডার শফিউল্লাহ বলেন, ১ টি খরের পালায় অগ্নিসংযোগের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার জানান— আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply