হাবিবুর রহমান রনি,স্টাফ রিপোর্টারঃ
আব্দুর রব বাজার ব্লাড ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরুষ্কার ও সনদ বিতরণ করা হয়েছে, ২৬ ডিসেম্বর রোজ বুধবার চরক্লর্ক ইউনিয়নের আব্দুর বাজার দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শাহাজাহান এর সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি সালাউদ্দিন ডাক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চরক্লর্ক ইউনিয়নের জামায়াতের আমির মাস্টার আবুল কাসেম, সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এনায়েতুল ইসলাম, চাটখিল পাচগাও মাহবুব সরকারি কলেজের লেকচারার মো:দিদারুল আলম চর ক্লার্ক ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, কেরামতপুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইদ্রিস,উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মস্তাক আহম্মেদ, বিচারপতি বদরুল হায়দার চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক সিপন সহ আরো অনেকে।
এছাড়াও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হারুন পারভেজ। সাংগঠনিক বক্তব্য প্রদান করেন সংগঠনের অর্থ সম্পাদক ওমর ফারুক হ্রদয় ও সিনিয়র সদস্য সাইফুল্লাহ, উপস্থিত চিলেন সংগঠনের সহ অর্থ সম্পাদক সোহাগ,শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাঈদ ,সংগঠনের সদস্য ফারভেজ ,সৌরভ এবং একবর সহ অন্যান্যরা।এ সময় প্রাথমিক পর্যায়ে ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ৫০ জন হতদরিদ্র মানুষের মাঝে ৫০ টা কম্বল ও ৩০ টা চাদর প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা প্রান্তিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র প্রদানে অবদান রাখার জন্য আব্দুর বাজার ব্লাড ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগের জন্য সাধুবাদ জানান।
Leave a Reply