ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মান্দারী মিয়াপুর বেপারী বাড়ির উত্তরে সিএনজি এবং অটোরিকশার মধ্যে এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর সিএনজি তেমন ক্ষতিগ্রস্ত না হলেও অটোরিকশাটি সরাসরি খালের মাঝখানে পড়ে যায়।
ঘটনার পর জানা যায়, অটোরিকশার পেসেন্জারের একটি হাত ভেঙে গেছে এবং তার চিকিৎসা প্রয়োজন। আহত পেসেন্জারকে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
রিকশার চালক দক্ষিণ মান্দারী রবিরপুতের সাত্তার মিয়া জানান, তিনি সিএনজির সাথে সংঘর্ষের পর দ্রুত খালে পড়ে যান। তবে তার কোনো শারীরিক আঘাত হয়নি। সিএনজি চালক চৌফুল্লির একজন বাসিন্দা হলেও তিনি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে। আহত পেসেন্জারের চিকিৎসা চলছে, এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
এই দুর্ঘটনার বিষয়ে স্থানীয়রা মনে করেন, সড়কে সিএনজি ও অটোরিকশার অবাধ চলাচল এবং অপ্রত্যাশিত গতি নিয়ন্ত্রণের অভাবের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
Leave a Reply