মোঃমোরছালিন জয়পুরহাট প্রতিনিধিঃ
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে “তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই র্যালির আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের নেতৃত্বে বিশাল এই র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পাঁচবিবি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এতে অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম এবং পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী।এছাড়া র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।উৎসবমুখর পরিবেশে এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকেরা জানান, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা তারুণ্যের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রকাশ করেন।
Leave a Reply