ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সারাদেশের সদস্যদের অংশগ্রহণে অনলাইন ভোটের মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম।
এছাড়া সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। সংগঠনের নীতিমালা ও উদ্দেশ্য বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।নবমনোনীত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের মূল লক্ষ্য শিক্ষার্থীদের নৈতিক, আদর্শিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ করা। এ লক্ষ্য অর্জনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।
সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়, নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল শিগগিরই পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য কর্মপরিকল্পনা ঘোষণা করবেন।উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করে আসছে। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply