মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সিপিসি-৩ ইউনিট। শুক্রবার সকালে জয়পুরহাট সদর থানার ঝাউবাড়ি এলাকা থেকে এসব গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর ৩টায় র্যাব-৫ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত বছরের ৫ আগস্ট জয়পুরহাট সদর থানায় লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রাখা হয়েছে।
এরই প্রেক্ষিতে শুক্রবার সকাল ৭টায় র্যাব-৫ এর দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে অভিযানের সময় কোনো অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত আলামত যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, র্যাব উদ্ধারকৃত গুলি থানায় হস্তান্তর করেছে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ চালিয়ে যাচ্ছি।
লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে
Leave a Reply