মোঃমোরছালিন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবের জন্য সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে জয়পুরহাট জেলা পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বিভিন্ন স্থানে নিজ হাতে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। তিনি চক জমশের, বাজিতপুর মিশন মোড়, বীরনগর হাইস্কুল মাঠ এবং পাঁচবিবি রেলস্টেশন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এই মহৎ উদ্যোগে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহেদ আল মামুন, ডিবি অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামান, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। শীতার্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় স্থানীয় জনগণ জেলা পুলিশের এই মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply