মোঃমোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রতি জনসমর্থন তৈরির লক্ষ্যে জয়পুরহাটে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের ডা. আবুল কাশেম ময়দান থেকে জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা শ্লোগান ধারণ করে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, পথচারী, ইজিবাইক চালকসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন শিক্ষার্থীরা। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা সাধারণ মানুষের সঙ্গে সংলাপে অংশ নেন এবং জুলাই বিপ্লবের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে অবহিত করেন।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল হক সানজিদ, সংগঠনের নেতৃবৃন্দ নিয়ামুর রহমান নিবির, মুহতাসিম মিনাল, মুবাসসির আলীসহ আরও অনেকে।
সংগঠনের নেতারা জানান, জুলাই বিপ্লবের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে সাধারণ মানুষকে জানানো এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাবেন।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণদের এমন সক্রিয় অংশগ্রহণ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply