অনলাইন ডেস্কঃ
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন থেকে এক সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। গাজা নিয়ে প্রশ্ন করায় তাকে বের করে দিয়েছে পররাষ্ট্র দফতর। খবর আলজাজিরারকাতারভিত্তিক ওই সংবাদমাধ্যম জানিয়েছে, সংবাদ সম্মেলন থেকে বের করে দেওয়া সাংবাদিকের নাম সাম হুসেইনি। তিনি অভিযোগ করেন, পররাষ্ট্র দফতরের ব্রিফিং চলাকালে মিডিয়া টিমের সদস্যরা তাকে যুক্তরাষ্ট্রের সমালোচনামূলক প্রশ্ন করা থেকে আটকাতে চেষ্টা করেছিলেন।সাম বলেন, আমি বুঝতে পারিনি যে আমাকে সেখান থেকে বের করে দেওয়া হবে। আমি সময়োপযোগী প্রশ্ন করার চেষ্টা করেছিলাম। এ ধরনের কাজ আমি বিভিন্ন সময়ে কয়েকবার করেছি। মার্কিন কৌতুকাভিনেতা এবং লেখক কেটি হাল্পারের সঙ্গে এক আলোচনায় তিনি বলেন, আমি প্রশ্ন করেছিলাম যে গাজার ক্ষেত্রে প্রযোজ্য জেনেভা কনভেনশনগুলোকে স্বীকৃতির বিষয়টি কেন প্রত্যাখ্যান করছে যুক্তরাষ্ট্র। এটাই মার্কিন নীতি। মার্কিন নীতি জেনেভা কনভেনশনকে ফিলিস্তিনিদের ক্ষেত্রে প্রযোজ্য বলে স্বীকৃতি দেয় না। এটি সম্পূর্ণরূপে কলঙ্কজনক।এদিকে গাজায় ইসরাইলি অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ইসরাইলি সেনারা। সম্প্রতি সাত ইসরাইলি সেনার বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় তারা যে হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ দেখেছেন, তা তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। তাদের মধ্যে কেউ কেউ জানিয়েছে, তাদের বলা হয়েছিল নির্দোষ ফিলিস্তিনিদের ঘরবাড়ি পুড়িয়ে দিতে, যেগুলোর মধ্যে কোনো হুমকি ছিল না। তারা লুটপাট ও ধ্বংসযজ্ঞেরও সাক্ষী ছিলেন।
Leave a Reply