মোঃ মোরছালিন – জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (তারিখ উল্লেখ করুন) রাতে পাঁচবিবি থানার ধনঞ্জী ইউনিয়নের হাটখোলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাটখোলা বাজার থেকে নন্দইল গ্রামগামী পাকা রাস্তার ওপর, কানযুল উলুম নূরানী একাডেমি ও বালিকা মাদ্রাসার সামনে অবস্থান নেয়। অভিযানকালে সন্দেহভাজন মো. রেজাউল করিম (৩৮) নামে এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এসময় তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
অভিযান পরিচালনাকালে ডিবি পুলিশের এসআই মোঃ জুলফিকার হায়দার, এসআই মোঃ সাগর সরকার, এএসআই সাজেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply