সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপে মগধরা আইডিয়াল গন পাঠাগার এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ডের আয়োজনে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান ২১ জানুয়ারি, ২০২৫ সন্ধ্যায় অনাড়ম্বর ভাবে মগধরা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
মগধরা আইডিয়াল গন পাঠাগার এর উদ্যোক্তা ও চট্টগ্রাম উত্তর জেলার ছাত্র শিবিরের সাবেক সভাপতি জনাব ইকবাল হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন মগধরা হাজেরা ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মু: ইউনুছ।
দু’দিন ব্যাপী চলা এ পোগ্রামের ১ম দিনের তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আবুল বাশার সাহেব এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন সন্দ্বীপের আপামর জনতার নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা আমীর জনাব আলাউদ্দিন শিকদার ।
দ্বিতীয় দিনের ইসলামি কালচারাল প্রোগ্রাম ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস এ প্রবাসী মাস্টার ইদ্রিস আলম।
এসময় গুনিজন সংবর্ধনা হিসেবে এলাকায় বিভিন্ন স্কুল কলেজ,মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা, জমিদাতা, কবর খোঁড়া, লাশ গোসল করানোর জন্য নিজ দায়িত্বে এগিয়ে আসা ব্যক্তিদের নিজ নিজ অবদানের জন্য ক্রেস্ট সহ আনুষঙ্গিক পুরুষ্কারে সম্মানিত করা হয়। এছাড়াও প্রাথমিক থেকে কলেজ সকল পর্যায়ে মেধাবীদের পুরুষ্কৃত করে অনুপ্রেরণা দেয়া হয়। ইসলামি কালচারাল প্রোগ্রামে ইসলামি সংস্কৃতি উপস্থাপন করেন “চট্টলা ইসলামী গানের দল” ও ” সন্দ্বীপ আলোড়ন শিল্পী গোষ্ঠী ”
তাছাড়া অনুষ্ঠানে হাজার খানেক দর্শক পুরুষ ও মহিলা আলাদা আলাদা গ্যালারিতে উপস্থিত থেকে ইসলামি সংস্কৃতি উপভোগ করেন। ব্যতিক্রমী গুনিজন হিসেবে ও কবর খোঁড়া ও লাশ গোসল দেয়া ব্যক্তিদের সম্মানিত করায় আগত দর্শকরা আয়োজকদের প্রশংসা করে বলেন এই গুনিজন রা আল্লার কাছে প্রকৃত সম্মানিত জানি কিন্তু সমাজ মনে হয় তাদেরকে বড় আয়োজনের মধ্যে সম্মানিত করতে এ প্রথম দেখলো।
Leave a Reply