সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
আজ ২৩/১/২০২৫ ইং তারিখে মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার উপজেলা কো-অর্ডিনেটরদের নিয়ে মাদারীপুর জেলার সরকারি সমন্বিত ভবনে মাসিক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: নজরুল ইসলাম। উক্ত সভায় উপস্হিত ছিলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউল হাসনাত খান এবং গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার উপজেলা কো-অর্ডিনেটরগন।প্রকল্প সমন্বয়কারী মো:নজরুল ইসলাম বলেন মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার সকল চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা(সচিব)হিসাব সহকারী সকলের সাথে সমন্বয় রেখে গ্রাম আদালতের কাজের গতিশীলতা আনতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়মিত নয় তাই সেখানে যাতে প্যানেল চেয়ারম্যানগন দায়িত্ব পালন করেন সে জন্য সকল উপজেলা নির্বাহী অফিসারগণের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। প্রকল্প সমন্বয়কারী আরও বলেন প্রতিটি ইউনিয়নে মাসে অন্তত ৫ টি মামলা নিষ্পত্তি করতে হবে সেই ক্ষেত্রে সকল চেয়ারম্যানদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে এবং সকল ইউনিয়নের নথি রেজিস্ট্রার হালনাগাদ রাখতে হবে।গ্রাম আদালতে শুনানির মাধ্যমে এজলাসে বসে নিষ্পত্তি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। এখন থেকে এ্যাকটিভিশন ইউনিয়ন গুলোতে কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনীতে সকল উপজেলা কো-অর্ডিনেটরগনকে উপস্থিত থেকে সকল কাজ পর্যবেক্ষণ করতে হবে ও অংশগ্রহণকারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন আমরা নিয়মিত চেয়ারম্যান সচিব মেম্বার হিসাব সহকারী ও গ্রাম পুলিশ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছি।গ্রাম আদালতের মাধ্যমে আবেদন ও নিষ্পত্তির বাড়ানোর জন্য আমরা সকল উপজেলা কো-অর্ডিনেটরগন নিয়মিত কাজ করে যাচ্ছি।
Leave a Reply