মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জয়পুরহাট সফর উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের আব্বাস আলী খান মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান সাঈ। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য পরিবেশন করে সমাজের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।এ সময় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান এবং জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।মতবিনিময় সভায় জয়পুরহাটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৭০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জয়পুরহাট সফরসূচি রয়েছে। তার সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের
Leave a Reply