মোঃ মোরছালি – জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে যাত্রীবেশে দুই ছিনতাইকারী চালকের গলা কেটে ব্যাটারিচালিত একটি ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে। তবে পালানোর সময় স্থানীয় জনতা তাঁদের ধরে গণপিটুনি দেয়। এ ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক সাইফুল ইসলামকে (৫০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে জয়পুরহাট-পাঠানপাড়া সড়কের হোপ সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা সাতটার পর জয়পুরহাটের চৌমুহনী এলাকা থেকে পাঠানপাড়া যাওয়ার কথা বলে দুই ব্যক্তি ভ্যানচালক সাইফুল ইসলামের গাড়িতে ওঠেন। গন্তব্যের পথে হোপ সেতু এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে চালকের গলায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।
এ সময় ছিনতাইকারী স্বপন হোসেন (৫০) ভ্যান নিয়ে পালানোর চেষ্টা করেন, আর সজিব হোসেন (২৫) ভ্যানে বসে ছিলেন। গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম পথচারীদের কাছে সাহায্য চাইলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠান।
ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে হোপ গ্রামের লোকজন ধাওয়া করে ছিনতাইকারীদের ধরে ফেলেন। গণপিটুনির পর তাঁদের একটি ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গণপিটুনির শিকার দুই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার ঘেনাপাড়া গ্রামের লোকমান হোসেনের ছেলে সজিব হোসেন (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়িঘাট এলাকার স্বপন হোসেন (৫০)।
এ বিষয়ে জানতে চাইলে ক্ষেতলাল থানার ওসি আরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
গুরুতর আহত ভ্যানচালক সাইফুল ইসলামের (৫০) বাড়ি ক্ষেতলাল উপজেলার হোপ গ্রামে। তিনি লাজেম উদ্দিনের ছেলে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হোপ গ্রামের একাধিক বাসিন্দা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ছিনতাইয়ের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply