মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
পাসপোর্টে মাধ্যমে ভ্রমন ভিসায় ভারতের মুম্বাই শহরে গিয়ে অবৈধভাবে কাজ করার অপরাধে সে দেশের পুলিশের হাতে আটকের পর কারাভোগ শেষে বাংলাদেশি দম্পতি ২২ দিন এবং অন্য একজন ২৮ দিন পর দেশে ফিরেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) রাতে ভারতের মুম্বাইয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা দম্পতিরা হলেন- সাতক্ষীরা জেলার কলারোয়া থানার শিবানন্দকাটি গ্রামের আব্দুল করিমের ছেলে রেজাউল ইসলাম (২৫) ও তার স্ত্রী সাথী মনি (২৩) এবং যশোরের শার্শা উপজেলার বামুনিয়া গ্রামের সামাদ বিশ্বাসের মেয়ে নাসরিন খাতুন (২৪)। এর মধ্যে স্বামী-স্ত্রী রেজাউল ইসলাম ও সাথী মনি ভারতে গিয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসের ২৫ তারিখে এবং নাসরিন খাতুন গিয়েছিল গেল বছরের মে মাসে।
জানা যায়, পাসপোর্টধারী এক দম্পত্তি ও অন্য একজন নারী ভ্রমন ভিসা নিয়ে ভারতে যায়। অবৈধভাবে সে দেশে কাজ করার অপরাধে মুম্বাই পুলিশের হাতে আটক হন তারা। সেখানকার পুলিশ তাদের ২২ দিন ও ২৮ দিন জেলে রাখার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম আহমেদ বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশি এক দম্পতি এবং এক নারীকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হবে।
Leave a Reply