ফারিছ আহমদ, হোসেনপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর গন্ধব্যপুর বাজারে গত ৮ তারিখ থেকে শুরু হয়েছে ন্যায্য মূল্যের সবজির দোকান। মান্দারী ইউনিটি ফাউন্ডেশনের উদ্যেগে গন্ধব্যপুর বাজারে ন্যায্য মূল্যে সবজি বিক্রি হচ্ছে।
সহযোগিতায়
* দেশ প্রবাসী কল্যাণ সংস্থা ও
* মানব কল্যাণ ফোরাম ও ব্লাড ব্যাংক।
সবজির ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য এই উদ্যোগ নিয়েছে তারা । গরিব ও অসহায়, মধ্যবিত্ত পরিবারের লোকজন বাজার করে ঠিকঠাক খেতে পারে তার জন্যেই এই উদ্যোগ।দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার করতে কষ্ট হওয়ায় ছাত্র সমাজের উদ্যোগে জনস্বার্থে নৃত্য পণ্য ও সবজির দোকান দেওয়া হয়। নভেম্বরের ৮তারিখ থেকে শুরু হয় এই কার্যক্রম। এখানে প্রতিটি সবজির দাম রাখা হয়েছে:-
লাউ_৩৫৳
মরিচ-১৪০৳
চাল কুমড়ো -৪০৳
মিষ্টি কুমড়ো – ৫৯৳
করলা-৭৫৳
জলপাই-৪৫৳
বঢবটি-৭৫৳
সোসিন্দা-৫০৳
লেবু-৭৳
লাল শাক-১০৳
টমেটো -১৪০৳
শসা-৩৫৳
ছড়া-৭০৳
পটোল -৫৫৳
দোকান এর উদ্যোগে উপস্থিত ছিলেন মান্দারী ইউনিটি ফাউন্ডেশন এর কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন সদস্য জোবায়ের দেশ প্রবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আলম ,ইউসুপ ও আরাফাত। আগামীতেও তারা এই কার্যক্রম চালু রাখবে বলে জানিয়েছে
ফারিছ আহমদ
হোসেনপুর প্রতিনিধি, হোসেনপুর
Leave a Reply