প্রসেনজিৎ চন্দ্র শর্মাঃ
নানা আয়োজনে দিনাজপুরে প্রীতি’স বিউটি ডাইভ’র উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মালদহপট্টি চুড়িপট্টি এলাকার বিশ্ব রঙ শোরুমের উপর তোলায় এই উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ এদিন ফুলের মালা কেটে উদ্বোধন কার্যক্রম করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রীতি দাস। এসময় প্রতিষ্ঠানটিতে কর্মরতরাসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রীতি দাস বলেন, বর্তমান বিশ্বে সবকিছু আধুনিকায়ন হচ্ছে। আমাদের চারপাশেই আধুনিকতার ছোঁয়া লেগেছে।
সাজসজ্জার দিক থেকেও আধুনিকতা এসেছে। এরই ধারাবাহিকতায় আধুনিক সাজ সরঞ্জাম, বিদেশি প্রসাধনীসহ বিভিন্ন উপকরণ নিয়ে প্রীতি’স বিউটি ডাইভ’র কার্যক্রম শুরু করলাম।
এখন থেকে দিনাজপুরবাসী আধুনিক সাজসজ্জার সকল সুযোগ সুবিধা আমাদের প্রতিষ্ঠানে পাবেন।
এখানে ব্রাইডাল সাজ, বিভিন্ন ধরনের ফেসিয়াল, মেনিকিউডসহ বিভিন্ন সেবা পাবেন। উদ্বোধন উপলক্ষে এসব সেবায় ১৩ শতাংশ ছাড় পাবেন।
01309545466
Leave a Reply