আবু ইউসুফ সোহাগ,বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন ও রানার আপ কে নিয়ে চ্যালেঞ্জ কাপের ঘোষণা ছিলো আগেই। আজ উন্মোচন করা হলো ট্রফির।
এই দিকে চ্যালেঞ্জ কাপ কে সামনে রেখে নতুন রূপে সেজেছে কিংস এরেনা। ফুটিয়ে তোলা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানকে। জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন রূপে সেজেছে কিংস এরেনা।
আজ ট্রফি উন্মোচনে এসে বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন বলেন “আমাদের টিমে যা আছে, এটাই আমাদের ষ্টেট। কালকের জন্য আশা করি আমাদের যারা আছে সবাই সর্বোচ্চটা দিয়ে কালকের ম্যাচটা জিতবো।অন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার মেহেদী হাসান বলেন” ইনশাআল্লাহ আগামীকাল দর্শকরা ভালো একটি ম্যাচ উপভোগ করবে।
উল্লেখ্য খেলাটি আগামীকাল ২২ নভেম্বর ২৪ইং বিকাল ৫ টায় কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। সরাসরি লাইভ করবে টি স্পোর্টস চ্যানেল।
Leave a Reply