মঞ্জরুল ইসলাম লংগদু, রাঙামাটি প্রতিনিধিঃ
এসো দেশ বদলায় পৃথিবী বদলাই ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মোবাইল গেমস ছেড়ে খেলার মাঠে চল’ এই স্লোগান সামনে রেখে রাঙামাটি লংগদু উপজেলা ঐতিহ্যবাহী তারুণ্যের উৎসব উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এর দল ও রানার্স আপ রফিকের দল।
২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকা হতে লংগদু উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা ব্যাডমিন্টন মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক সৈয়দ ইউনুছ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এবি এস মামুন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ উপস্থিত ব্যাডমিন্টন খেলাপ্রেমি জনসাধারণ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ বলেন, টুর্নামেন্টের সফল সমাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে ‘শুধু চ্যাম্পিয়ন টিমই না, রানারআপসহ অংশগ্রহণকারী সব টিমকেই জানাই আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত, সবাই টুর্নামেন্টে বেশ উপভোগ্য একটা সময় পার করেছেন। এ ধরনের আয়োজন সকলের সহযোগিতা পেলে আগামীতে অব্যাহত থাকবে।
Leave a Reply