আমি মোহাম্মদ হাসান হাবীব (২৫)
পিতা ফারুক হোসেন মাতা হালিমা বেগম জাতীয় পরিচয় পত্র নং ৬৪৬৪৬৯৮৪৮৬ ঠিকানা (স্থানীয় ও বর্তমান ঠিকানা) পূর্ব চাইল্যাতলী, ০৫ নং ভাসান্যাদম ইউনিয়ন, লংগদু রাঙামাটি পার্বত্য জেলা। হারানো স্থান -গত ১০/১২/২০২৪ ইং তারিখে রাঙামাটি জেলা লংগদু উপজেলার পূর্ব চাইল্যাতলী থেকে নদী পথে লংগদু আসার সময় আমার এসএসসি সাটিফিকেট সহ আরোও অন্যান্য ডকুমেন্টস ফাইল পানিতে পরে যায় পরে অনেক খুঁজা খুঁজির করি কিন্তু পানিতে ডুবে যাওয়ার ফলে তা আর পাওয়া সম্ভব হয়নি। আমার এসএসসি সার্টিফিকেট সহ সকল ডকুমেন্ট হারিয়ে যায় যাহার রেজিষ্ট্রেশন নং ১৩১৪৫১১৫০৭ সেশন ২০১৪-১৫ রোল নং ৫৪৬৪৪৭ উক্ত সার্টিফিকেট হারিয়ে যাওয়ার ফলে গত ২৪/০২ /২০২৫ ইং তারিখে রাঙামাটি জেলার লংগদু থানায় জিডি দায়ের করি, যাহার জিডি নং ৮১২ ।
Leave a Reply