মোহাম্মদ উল্লাহ, কুমিল্লা জেলা প্রতিনিধি:
গতকাল ৭ ডিসেম্বর বাদ’মাগরিব,কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চৌয়ারাস্থ, নোয়াগ্রাম চৌধুরী বাড়িতে, বৃহত্তর সদর দক্ষিণ (সাবেক কুমিল্লা ৯) ঐক্য সংহতি পরিষদের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, এতে সভাপতিত্ব করেন মোঃ ইসমাইল মজুমদার, সভাপতি ঐক্য সংহতি পরিষদ,
সভা সঞ্চালনা করেন,মোঃ ইদ্রিস মিয়া, সাধারণ সম্পাদক, ঐক্য সংহতি পরিষদ,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কুমিল্লা ৯ নির্বাচনি এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী,
ওনি বলেন দক্ষিণ কুমিল্লা’কে বাঁচাতে হবে, দক্ষিণ কুমিল্লা বাঁচলে-কুমিল্লা বাঁচবে, কুমিল্লা বাঁচলে- বাংলাদেশ বাঁচবে,
অতএব বৃহত্তর সদর দক্ষিণ এবং কুমিল্লা ৯ নির্বাচনি এলাকা পুণরুদ্ধারে, ঐক্য সংহতি পরিষদ ভুমিকা পালন করতে হবে,
আজকে কুমিল্লা ইপিজেড এর বর্জ দক্ষিণ কুমিল্লা’কে ধ্বংস করে দিচ্ছে, জীববৈচিত্র ধ্বংস হয়ে,এক সময় এই দক্ষিণ কুমিল্লা মানুষের বসবাসের পরিবেশ থাকবেনা, অতএব কুমিল্লা’কে বাঁচাতে ঐক্য সংহতি পরিষদ’কে সক্রিয় করে, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
Leave a Reply