ফারিছ আহমদ হোসেনপুর উপজেলা প্রতিনিধি:
বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৫:৪০ মিনিটে লক্ষ্মীপুরের মিয়ার বেড়ি দক্ষিণ বাজার এলাকায় ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফয়সাল (২৯) নামের এক যুবক।
নিহত ফয়সাল সদর উপজেলার বাঙ্গাখা লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা আবদুল্লাহ মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় ফয়সালের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির ট্রাকের সামনে পড়ে। ট্রাকের চাকার নিচে পড়ে তার শরীর অর্ধেক পৃষ্ঠ হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তার জীবন বাঁচানো সম্ভব হয়নি। ট্রাকটি দুর্ঘটনার পর ট্রাক অতিক্রম করে কিছুটা সামনে দাঁড়ায়। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ফয়সালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় প্রশাসন সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
ফয়সালের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Leave a Reply