আশিক আল আমিন-ক্যাম্পাস প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ উদযাপন উপলক্ষে কবিরহাট উপজেলা প্রাঙ্গণে ৪৬তম বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে নবম বিজ্ঞান অলিম্পিয়াডে সবগুলো পুরস্কার (প্রথম থেকে পঞ্চম) এবং বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনীতে প্রথম স্থান অর্জন করে কবিরহাট সরকারি কলেজ। অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানীর নির্দেশনায় গণিত বিভাগের প্রভাষক জনাব শারমীন জাহানের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগিদের এই অর্জনে অধ্যক্ষ তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলা পর্যায়ে বিজয় ধরে রাখার পরামর্শ প্রদান করেন। প্রথম স্থান অর্জন করায় কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে আনন্দ বিরাজ করছে।
Leave a Reply