নুর আলম (সাদ্দাম) শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
গত ১৫-১০-২০২৪ ইং রোজ মঙ্গলবার আনুমানিক বিকাল ০৪ঃ৩০ মিনিটের সময তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ২০ অক্টোবর রবিবার বিকেলে বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) আয়োজনে উপজেলার সীমান্ত সড়কের মেঘাদল বাজার এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী বাগাছাসের সভাপতি জীবন ম্রংয়ের সঞ্চালনায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন চন্দ্র মৃ, টনিস ম্রং, ইভা মং, সমাপ্তী ম্রং, মর্নিংটন মং, ক্লেনসন থিগিদি প্রমুখ। বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর বাবেলাকোনা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুলের ছেলে শোভন দালবৎ এর নেতৃত্বে ১০ হতে ১২ জন মিলে একই গ্রামের বিশ্বনাথ মৃ ও তারকলেজ পড়ুয়া মেয়ে শিক্ষার্থী ইভা ম্রং এবং বিশ্বনাথ এর বড় ভাই স্টেনসন মৃ সহ তার পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা চালায়। ওইসময় স্টেনসন মৃ বিশ্বনাথ মৃ ও তার মেয়েকে ইভা ম্রং কে বেধড়ক মারধর করে। স্টেনসন মৃ গু
Leave a Reply