মহিউদ্দিন মহি খন্দকারঃ
১১ই মার্চ মঙ্গলবার সকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূইয়ার সভাপতিত্বে
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন- ২০২৫” অবহিতকরণ ও কর্মপরিকল্পনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অবহিতকরণ ও কর্মপরিকল্পনায় সভায়
ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোঃ গোলাম কিবরিয়া টিপু নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার বিশ্বজিৎ ঘোষ এর উপস্থাপনায় অনুষ্ঠানের শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো বিস্তারিত তথ্য ও প্রচার প্রচারণা চালানো বিষয়ে আলোচনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদ পারভেজ। উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুল হক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোঃ মেজবাহ উদ্দিন ও উপজেলায় ইমাম সমিতির সভাপতি মাওলানা জামাল উদ্দিন।
অত্র হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা সিনিয়র নার্স ও ছাত্র প্রতিনিধি, এনজিও কর্মকর্তা বৃন্দগন।
এবং দৈনিক স্টার লাইন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক সাহাব উদ্দিন, জাতীয় দৈনিক বাংলার দূত স্টাফ রিপোর্টার ও স্বদেশে কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মহি উদ্দিন মহি খন্দকার প্রমূখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোঃ গোলাম কিবরিয়া টিপু জানান ; অত্র ফুলগাজী উপজেলার জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এ ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ৩২৭৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ২০৬০২ জনকে আগামী ১৫ ই মার্চ শনিবার, ২০২৫ খ্রিঃ তারিখে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার প্রতি টা ইউনিয়নের নিকটবর্তী টিকা কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াতে পারবেন।
এছাড়া ফুলগাজী উপজেলায় স্থায়ী ১টি, অস্থায়ী ১৪৪টি মোট ১৪৫টি কেন্দ্র থেকে স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় বাস স্ট্যান্ড, রেল স্টেশন সমুহে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল শিশুদেরকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
Leave a Reply