মোঃ মোরছালিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে আইন অমান্য করে একটি স্বার্থান্বেষী মহলের অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে আমদই ইউনিয়ন ছাত্রদল।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টায় ইউনিয়নের মুরারীপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আমদই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কুইন চৌধুরী, ওয়ার্ড সভাপতি রাকিব, তানজিল ইসলাম, মেশকাত, রোহানসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং স্থানীয় মানুষের জমি ও বসতভিটা হুমকির মুখে পড়েছে।
তারা আরও বলেন, এই অবৈধ কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন বিগত ফ্যাসিবাদ সরকারের দোসর যুবলীগ নেতা আব্দুল বারিক। প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে এ অপকর্ম চললেও রহস্যজনক কারণে কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। তবে যদি দ্রুত এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
স্থানীয় এক প্রতিনিধি মোঃ ছাইফুল ইসলাম জানান, এই বালু খেকোদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের লাঞ্ছিত করা হয়। তিনি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ছাত্রদল নেতারা।
Leave a Reply