সাহেদ আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের সলঙ্গায় কোচ গাড়ির ধাক্কায় মিশুক (ভ্যান) যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মিশুক চালক।তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রবিবার (২০ এপ্রিল) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাটি ঘটেছে,বগুড়া- নগরবাড়ি মহাসড়কের হাটিকুমরুল এলাকায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ জানান, হাটিকুমরুল বাজার এলাকায় মিশুক গাড়ির সাথে ঢাকা গামী আহাদ পরিবহনের কোচের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাত মিশুকের যাত্রী (৩৫) এর মৃত্যু হয়। তখন গুরুতর আহত হয় মিশুক চালক। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
Leave a Reply